ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈদেও অসহায়দের পাশে মাস্তুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ৪, ২০২২
ঈদেও অসহায়দের পাশে মাস্তুল

ঢাকা: চারদিকে ঈদের আমেজ, সবাই যখন নিজের পরিবার ও বন্ধু স্বজনদের নিয়ে আনন্দে সময় পার করছেন সে সময়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে দিন পার করছেন স্বেচ্ছাসেবী সংগঠন মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।

ঈদের দিন সকাল থেকে সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মধ্যে সেমাই ও নতুন পোষাক বিতরণ এবং সুবিধাবঞ্চিত মাস্তুল ফাউন্ডেশনের স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ঘুরতে যাওয়া, মেহেদী অঙ্কনসহ নানা কর্মকাণ্ডে ব্যস্ত থেকে ঈদের দিন কাটাচ্ছেন সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

 

ইফতার বিতরণ, খাদ্যপণ্য বিতরণসহ নানা কার্যক্রমে সারা রমজান গরীব অসহায় মানুষদের পাশে ছিল এ স্বেচ্ছাসেবী সংগঠন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, রমজানে ঢাকাসহ দেশের ১০ জেলায় মোট ২৫ হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এছাড়া ৫ হাজার ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

করোনা মহামারীকালে মৃতদেহ দাফন, সৎকার, অক্সিজেন সরবরাহ, অসহায় মানুষকে খাদ্য সহায়তাসহ নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

মাস্তুল ফাউন্ডেশন হল দুস্থ মানবতার সেবার জন্য কল্যাণমূলক, অলাভজনক, স্বেচ্ছাসেবী, বেসরকারি, গবেষণা ভিত্তিক একটি সামাজিক উন্নয়ন সংস্থা। সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল মাস্তল ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান নিজস্ব তত্বাবধায়নে এই সকল কর্মসূচি বাস্তবায়ন করেন। সাথে কাজ করেন মাস্তুল ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ কর্মীরা এবং স্বেচ্ছাসেবীরা।  

কাজী রিয়াজ রহমান বলেন, আমরা নিজেদের পাশাপাশি সকল অনুদানকারীদের দান করা অর্থে সমাজের সকল গরীব দুঃখীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা চাই কেউ যেন শুধু অনুদান দিয়েই দায়িত্ব শেষ না মনে করেন, আমাদের সঙ্গে এসে নিজের হাতে ইফতার বিলি করে যান।

যাকাত ফরজ এমন অনেকেই তাদের যাকাতের টাকা অনুদান হিসেবে পাঠান মাস্তুল ফাউন্ডেশনের হিসাব নাম্বারে। যেই অর্থ পুরো মাস সংগ্রহ করে পুরো বছর জুড়ে তা বিভিন্ন এলাকায় কর্মে অক্ষম মানুষদের স্বাবলম্বী করার উদ্দ্যেশ্যে ব্যবহার করা হয়। ইতোমধ্যে মাস্তুল ফাউন্ডেশন প্রায় ৬শ'রও অধিক ব্যাক্তি ও পরিবারকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করেছে। মাস্তুল ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের মধ্যে ‘সাবলম্বী প্রকল্প’ অন্যতম।  

সংস্থাটির অন্যান্য প্রকল্পের মধ্যে চাইন্ড স্পনসরশিপ, এতিম খানা, মাস্তুল স্কুল, পথশিশুদের নিরাপদ খাদ্য কর্মসূচি, ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি এম্বুলেন্স সেবা এবং কাফন দাফন প্রজেক্ট অন্যতম। অসহায় ও গরিবদের জন্য ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সেবার প্রয়োজনে যোগাযোগের নম্বর- ০১৭৩০৪৮২২৭৯।

যে কেউ চাইলেই সমাজের যেকোনো ব্যাক্তি বা সংস্থা যুক্ত হতে পারেন যে কোনো সময়ে। মাস্তুল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে কল করতে পারেন ০১৭৩০৪৮২২৮০ এই নাম্বারে। অথবা সরাসরি যোগাযোগ করুন মাস্তুল ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেইজে।

অনুদান বিকাশ ও নগদে অনুদান পাঠাতে পারেন ০১৭৩০৪৮২২৭৭ এই নাম্বারে। বা সরাসরি বিকাশ বা নগদ এপের ডোনেশন অপশন থেকেও অনুদান পাঠাতে পারবেন। অথবা দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অনুদান দিতে পারেন https://www.mastul.net/donate/

মাস্তুল ফাউন্ডশনের স্বপ্ন একদিন নিজেদের একটা স্থায়ী জায়গা হবে, যেখানে বিনামূল্যে শরীয়ত মোতাবেক সুবিধাবঞ্চিত মানুষদের শেষকার্য সম্পাদন করা হবে। যার মডেল ইতোমধ্যে তৈরি হয়েছে এবং অনুদান যোগানের কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মে ০৪, ২০২২
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।