ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, মে ৫, ২০২২
রায়গঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে পাঁচ দোকান।  

বুধবার (৪ মে) দিনগত রাত ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌর এলাকার রায়গঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানী ও স্থানীয়রা জানায়, রায়গঞ্জ বাজারের অনন্ত কুমার দাসের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের জাহিদুলের জুতার দোকান, নাজমুল হকের মুদি দোকান, আমিনুলের সিরামিক ও প্রবীর চন্দ্র দাসের সেলুন পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রক্ষা পেয়েছে বাজারের অন্তত অর্ধ শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান।  

অনন্ত কুমার দাসের মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান টিম লিডার মোস্তাফিজুর।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ০৫, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।