ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ৫, ২০২২
আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

সাতক্ষীরা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও জাদু প্রদর্শনী হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মে) সকালে স্থানীয় আস-সাদিক যুবসংঘের আয়োজনে উপজেলার তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

আস-সাদিক যুবসংঘের সভাপতি পলাশ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা খাতুন মিলি, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা জামান, শিক্ষক গোলাম রসূল, ইউপি সদস্য ইব্রাহিম খলিল টুকুসহ অনেকে।

উপজেলার দু’টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ লাঠি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।

পরে জীবন্ত মানুষকে কবর দেওয়া, বুকের ওপরে ইট রেখে ভাঙা, কাগজের টাকা তৈরি
করা, বুক দিয়ে কাচ ভাঙাসহ নানা ধরনের জাদু দেখানো হয়।

সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মে ৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।