ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বসত ঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, মে ৭, ২০২২
কেরানীগঞ্জে বসত ঘরে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে আগুনে বসত ঘর পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ মে) দুপুরে উপজেলার হযরতপুর ইউনিয়নের ইটাভাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ওই এলাকার আব্দুর রহমানের  ৩ ছেলে আব্দুল হান্নান, আব্দুল মান্নান ও মো. সালাউদ্দিনের পরিবারের বিশাল ঘরসহ সেখানে থাকা যাবতীয় মূল্যবান ফার্নিচার, জিনিসপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইসমত আলী জানান, বাড়িতে  তিনটি পরিবার বসবাস করতো। বেলা ১১টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের মানুষ যে যার মত নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। কিন্তু ঘর ভর্তি ফার্নিচার ও আসবাবপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। এছাড়া  ঘরটি তালাবদ্ধ করে বাড়ির সবাই বাইরে থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনে ঘরের প্রতিটি আসবাবপত্র পুড়ে গেছে। কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ ফায়ারসার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক মো. হানিফ মিয়া জানান, আমরা খবর শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। কিন্তু বাড়িতে ঢোকার রাস্তা প্রশস্ত না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানান এ কর্মকর্তা । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ৭ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।