ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিল রাশিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, মে ৮, ২০২২
বাংলাদেশের চিকিৎসকদের ইন্টার্নশিপের সুযোগ দিল রাশিয়া

ঢাকা: রাশিয়ার নেতৃস্থানীয় চিকিৎসা ও বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে বাংলাদেশের চিকিৎসকদের অনুশীলনের জন্য ইন্টার্নশিপের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। রুশ ফেডারেশনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে।

রোববার (৮ মে) ঢাকার রাশিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, শিক্ষামূলক কার্যক্রমটির অর্থায়ন সম্পূর্ণরূপে রাশিয়ান পক্ষ থেকে করা হয়। তাছাড়াও বাঙালি বিশেষজ্ঞদের ন্যূনতম খরচে বসবাসের সুবিধা, পাশাপাশি ভাষাগত সহায়তার বিষয়গুলি কার্যকর করা হচ্ছে।

ইন্টার্নশিপের ভিত্তি নির্ধারণ করতে প্রশিক্ষণের ক্ষেত্র এবং প্রয়োজনীয় দক্ষতার তালিকাসহ দূতাবাসের ইমেইলে (rusembbd@mid.ru) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ০৮, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।