ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফের শস্যভাণ্ডার হবে বরিশাল: কৃষিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মে ৯, ২০২২
ফের শস্যভাণ্ডার হবে বরিশাল: কৃষিমন্ত্রী

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে  বোরো ধান আবাদের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক।

সোমবার (০৯ মে) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, দক্ষ সেচ ব্যবস্থাপনার মাধ্যমে পতিত জমিতে ধান আবাদ করে বড় ধরনের অবদান রাখছে কৃষকরা। ভবিষতে এই  বোরো ধান আবাদ করে যাতে চাহিদা মেটানোর ওপর বিশেষ প্রভাব রাখতে পারে, তার সুব্যবস্থা করা হবে। এরমধ্য দিয়ে শস্যভাণ্ডার বলে বরিশালে হৃত ঐহিত্য ফিরিয়ে আনা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মে ০৯, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।