ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

মুলাদীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
মুলাদীতে বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় বজ্রপাতে রবিউল চৌকিদার (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ-লক্ষ্মীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ওই গ্রামের মৃত ইসমাইল চৌকিদারের ছেলে।

রবিউলের পারিবারিক সূত্র জানায়, তিনি সিঙ্গাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঈদুল ফিতরের আগে তিনি দেশে ফেরেন। শুক্রবার দুপুরে আকাশ মেঘে ঢেকে গেলে রবিউল বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, বজ্রপাতে নিহত রবিউল নামে ওই প্রবাসীর জানাজা এশার নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।