ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মে ১৪, ২০২২
কুড়িগ্রামে বজ্রপাতে ধান কাটা শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিতে ধান কাটার সময় আকস্মিকভাবে বজ্রপাতে রহিম বাদশা (৫০) নামে এক শ্রমিকের মত্যু হয়েছে। এসময় মতিয়ার রহমান নামে আরেক শ্রুমিক আহত হয়েছে।

শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম বাদশাসহ ১০/১২ জন শ্রমিক দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামের আবু বক্কর সিদ্দিকের বোরো ধানের খেত চুক্তি নিয়ে ধান কাটাতে যায়। দুপুর ১২টার দিকে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে আসলে আঁটি বেঁধে পরিবহনের সময় আকস্মিকভাবে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতে জমিতে অচতন হয়ে পড়েন রহিম বাদশা। আহত হয় শ্রমিক মতিয়ার রহমান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পথে শ্রমিক রহিম বাদশার মত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদশে সময়: ১৬১৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।