ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মে ২৪, ২০২২
ট্রাকচাপায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

বরিশাল: বরিশালে নিজেদের ভ্যানে করে যাওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় রওশন বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এছাড়া তার ভ্যানচালক স্বামী মান্নান সরদার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মে) সকাল ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার পূর্ব সূজনকাঠী এলাকায় বরিশাল-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মে‌ডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর তার স্বামীও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান, নিহত রওশন ও তার স্বামী তাদের নিজেদের ভ্যানে করে ছাগল নিয়ে পতিহার থেকে রাজিহার যাচ্ছিলেন। পথে একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে রওশন বেগমের মৃত্যু হয় এবং তার স্বামী গুরুতর আহত হন।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যান চালক মান্নান সরদারও একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।