ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

জুমা’র নামাজ পড়ে ফেরা হলো না, বজ্রপাতে মৃত্যু সৌদি প্রবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ২৭, ২০২২
জুমা’র নামাজ পড়ে ফেরা হলো না, বজ্রপাতে মৃত্যু সৌদি প্রবাসীর ফাইল ছবি

বরিশাল: বরিশালের গৌরনদীতে বজ্রপাতে রাজিব চাপরাশী (২৮) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। উপজেলার উত্তর বাউরগাতি গ্রামে  শুক্রবার (২৭ মে) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রাজিব ওই গ্রামের আব্দুল জলিল চাপরাশীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য বদরুজ্জামান খান সবুজ জানান, উত্তর বাউরগাতি গ্রামের প্যাদা বাড়ির মসজিদে সৌদি প্রবাসী রাজিব চাপরাশী জুমার নামাজ শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন। তিনি স্থানীয় মোতালেব সরদারের পুকুর পাড়ে পৌঁছা মাত্র বজ্রপাতে শরীরের অধিকাংশ পুড়ে ঘটনাস্থলেই  মারা যান। খবর পেয়ে নিহতের স্বজন ও মুসল্লিরা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী থানার এসআই  আব্দুল হক জানান, বজ্রপাতে নিহত সৌদি প্রবাসী রাজিব চাপরাশীর শরীর ৭০ ভাগ পুড়ে গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে স্বজনদের বলা হয়। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।