ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে দুই দিনের হজ্ব প্রশিক্ষণ শুরু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মে ২৭, ২০২২
নীলফামারীতে দুই দিনের হজ্ব প্রশিক্ষণ শুরু

নীলফামারী: নীলফামারীতে এবারের হজ্ব যাত্রীদের জন্য দুই দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের মার্কাজ মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা হাজী কল্যান সমিতির সভাপতি ময়েজ উদ্দিন। এ সময় সেখানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামান।  

যাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন নীলফামারী কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা একরামুল হক, নীলফামারী বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল হক নূরী, ইসলামক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরীয়ান হাবিবুর রহমান এবং জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন।

ইসলামিক ফাউণ্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম জাকিউজ্জামান বলেন, জেলা প্রশাসন, ইসলামিক ফাউণ্ডেশন ও জেলা হাজী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এতে ২০০ জন অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।