ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, মে ২৯, ২০২২
বাগেরহাটে নদীতে পড়ে ২ শিশু নিখোঁজ

বাগেরহাট: বাগেরহাটের রামপাল উপজেলার দাউদখালী নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।

রোববার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার পার গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পের সামনে দাউদখালী নদীতে এই দুই শিশু নিখোঁজ হয়।

নিখোঁজের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

নিখোঁজ শিশুরা হলো- আশ্রয়ণ প্রকল্পের মো. ওমর আলীর ছেলে আহাদ আলী (৮) এবং মো. বিল্লালের মেয়ে জান্নাত (৫)। শিশু দুটি সম্পর্কে খালাতো ভাই-বোন হয়।

স্থানীয় ইউপি সদস্য আজাহার হোসেন টুকু বলেন, নিখোঁজ দুই শিশুর ঘর নদীর পাশেই। প্রতিদিনের মতো শিশু দুটি নদীর পাড়ে খেলছিল। সন্ধ্যার দিকে হঠাৎ করে জান্নাত নদীর মধ্যে পড়ে যায়। জান্নাতকে উঠাতে গিয়ে আহাদও নিখোঁজ হয়। এখন পর্যন্ত দুই শিশুকে খুঁজে পাওয়া যায়নি।

ফয়লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সবাই শিশুদের তল্লাশি করছি।

কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ২৯, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।