ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘সরি’ না বলায় শিশুর হাতে গরম তেল নিক্ষেপ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, জুন ১, ২০২২
‘সরি’ না বলায় শিশুর হাতে গরম তেল নিক্ষেপ 

যশোর: যশোরে সামান্য বিষয় নিয়ে ‘সরি’ না বলায় গরম তেল ঢেলে আইমান রাহাত (১০) নামে এক শিশুর এক হাত ঝলসে দিয়েছে হোটেলের এক বাবুর্চি।
 
মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে শহরের দড়াটানায় ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন ভৈরব হোটেলে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
 
আহত রাহাত অভয়নগর চেঙ্গুটিয়া বাজারের জামাল মোল্লার ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ওই বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে পুলিশ।  আটক ইব্রাহিম বিশ্বাস কেশবপুরের মঙ্গলঘর গ্রামের বাসিন্দা।  

আহত রাহাতের খালু নাজমুল হাসান জানান, রাহাতের মা ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে রাতে খাবার খেতে ভৈরব হোটেলে যায়। খাওয়া শেষে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের সামনে বাবুর্চি ইব্রাহিমের সঙ্গে শিশুটির অসাবধনতাবসত ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে রাহাতের শরীরে গরম তেল ছুড়ে দেয় বাবুর্চি ইব্রাহিম বিশ্বাস। এতে শিশুটির বাম হাত ঝলসে যায়। দ্রুত তার সঙ্গে থাকা খালা-খালু তাকে ইবনে সিনা সেন্টারে জরুরি চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।  

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, রাতে রাহাত নামে এক শিশুকে নিয়ে আসা হয়। তাকে জরুরি চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে ঝলসে গেছে।  

যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, রাতে রাহাত নামে এক শিশুকে গরম তেল দিয়ে ঝলসে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত বাবুর্চি ইব্রাহিম বিশ্বাসকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুন ০১, ২০২২
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।