ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

যৌন ক্ষমতা হারানোর ক্ষোভে কবিরাজ বাবাকে হত্যা করেন ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জুন ২, ২০২২
যৌন ক্ষমতা হারানোর ক্ষোভে কবিরাজ বাবাকে হত্যা করেন ছেলে

লালমনিরহাট: যৌন ক্ষমতা হারোনোর ক্ষোভে বাবাকে হত্যা করার দায় ৪ বছর পর দায় স্বীকার করেছে ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এ ঘটনার বর্ণনা দেন জেলা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ইসমাইল হোসেন।

গ্রেফতার জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলার অচিনতলা গ্রামের গোলাম হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে জেলা (সিআইডির) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ইসমাইল বলেন, গ্রামে কবিরাজি করতেন গোলাম হোসেন। ২০০৯ সালে ছেলে জাহাঙ্গীর আলমকেও যৌন ক্ষমতার কবিরাজি ওষুধ দেন। যা সেবন করে জাহাঙ্গীর যৌন ক্ষমতা হারিয়ে ফেলেন। পরের বছর বিয়ের পর ছেলে জাহাঙ্গীর বিষয়টি বুঝতে পেয়ে বাবার ওপর ক্ষুব্ধ হন। যৌন ক্ষমতা নষ্টের কারণে স্ত্রীর সঙ্গেও বনিবনা ছিল না তাঁর। বিবাদ কলহ লেগেই থাকত তাদের সংসারে। স্ত্রী-স্বামী জাহাঙ্গীরকে রেখে ঢাকায় পোশাক কারখানায় চাকরি নেন। এতে কবিরাজ বাবার ওপর ক্ষোভ বেড়ে যায় ছেলে জাহাঙ্গীরের। তার ধারণা কবিরাজ বাবাকে মেরে ফেললে পুনরায় যৌন ক্ষমতা ফিরে পাবেন। সেই ধারণা থেকে বাবাকে হত্যার পরিকল্পনা করেন জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে সিআইডি জানান, ২০১৮ সালের ৩১ জুলাই বৃষ্টির রাতে ঘুমন্ত বাবাকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে জাহাঙ্গীর। মরদেহ বাইরে পুঁতে রাখার পরিকল্পনা করলে বাড়ির লোকজন জেগে ওঠায় পালিয়ে যান। পরদিন এ ঘটনায় কালীগঞ্জ থানায় নিহতের বড় ছেলে বাদি হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

ক্লুলেস মামলাটি দীর্ঘ ৪ বছরে ৬ জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি। অবশেষে সিআইডি’র উপ-পরিদর্শক (এসআই) জায়েদুল ইসলাম জাহিদ দায়িত্ব নিয়ে এই মামলার আসামি জাহাঙ্গীর আলমকে ১০ এপ্রিল আটক করে আদালতে সাত দিনের রিমাণ্ড আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে সুকৌশলে জিজ্ঞাসাবাদে তার বাবাকে হত্যার কথা স্বীকার করেন।

বাবাকে হত্যার দায় স্বীকার করে গ্রেফতার জাহাঙ্গীর আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।