ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি শিশু ‘চীনে’র সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ৬, ২০২২
বাংলাদেশি শিশু ‘চীনে’র সঙ্গে দেখা করলেন চীনা রাষ্ট্রদূত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং চট্টগ্রামের শিশু মেয়ে ‘চীন’ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। সোমবার (৬ জুন) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়।

শিশু চীনে’র স্কুল জীবন সম্পর্কে খোঁজখবর নেন রাষ্ট্রদূত। তাকে কঠোরভাবে পড়াশোনা এবং ভবিষ্যতে চীন-বাংলাদেশ বন্ধুত্বের শুভেচ্ছাদূত হওয়ার জন্য উৎসাহিত করেন।

উল্লেখ্য, ২০১০ সালে শিশু চীন চীনা নৌবাহিনীর ‘পিস আর্ক’ হাসপাতালের জাহাজে জন্মগ্রহণ করেছিলেন। সে সময় তার মায়ের অবস্থা গুরুতর ছিল। শিশুটির জন্ম হলে চীনের প্রতি কৃতজ্ঞতা জানাতে তার বাবা মেয়ের নাম রাখেন ‘চীন’।

এদিকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভাসানচর দ্বীপ পরিদর্শন করেছেন। সে সময় তিনি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ঘুরে দেখেন। একই সঙ্গে সেখানের চীনা কোম্পানির উদ্যোগে নেওয়া দুইটি প্রকল্পও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুন ০৬, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।