ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুন ৯, ২০২২
কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকায় পিকআপভ্যান-সিএনজিচালিত অটেরিকশার মুখোমুখি সংঘর্ষে শিপন মিয়া (২২) ও জামাল মিয়া (৩০) নামে দুইজন নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা শিপন মিয়া ও কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকার বাসিন্দা জামাল মিয়া।

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী সবুজ মিয়া (৫০) ও শরীফ মিয়া (২৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে কিশোরগঞ্জ থেকে জামাল মিয়া, সবুজ মিয়া ও শরীফ মিয়া কটিয়াদী উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে ভোগপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শিপন মিয়ার মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে গুরুতর আহত সবুজ মিয়া ও শরীফ মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করা হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক তৌফিকুল ইসলাম তৌফিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুন ৯, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।