ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জুন ১২, ২০২২
লোহাগড়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা 

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুন) দুপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. তুষার আলী খান ও হুসাইন আহমেদ খানের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হুসাইন আহমেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের নড়াইল জেলার প্রতিনিধি এস কে তারিকুল ইসলাম।  

মেসার্স খান ইন্টারপ্রাইজের পরিবেশক মো. তুষার আলী খান ও হুসাইন আহমেদ খানের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রড সিমেন্ট ব্যবসায়ী এবং ঠিকাদার।

অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান এবং ধারাবাহিক ঐতিহ্যসহ বাংলাদেশের উন্নয়নশীল প্রকল্পে এই সিমেন্টের অবদান তুলে ধরা হয়।  

দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের নদী শাসন, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতুর রেল সংযোগ, পায়রা সেতু, কালনা সেতু, সাসেক রোড, ভুলতা ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, রূপসা রেল সেতু এবং রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় বড় নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।  
 
অনুষ্ঠানে রিটেইলারদের পুরস্কার বিতরণ এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।