ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র-চোরাই বাইকসহ গ্রেফতার ২

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, জুন ১৩, ২০২২
ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র-চোরাই বাইকসহ গ্রেফতার ২ ঈশ্বরদীতে দেশীয় অস্ত্র-চোরাই বাইকসহ গ্রেফতার ২

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় দেশীয় অস্ত্র-চোরাই মোটরসাইকেলসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সদস্যরা।

রোববার (১২ জুন) দিনগত রাতে র‍্যাব-১২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার কিশোর রায় বাংলাননিউজকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটকরা হলেন- পাবনার ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়া মহল্লার আফছার আলীর ছেলে মনিরুজ্জামান মনি (৩৮) ও পূর্ব টেংরী জিগাতলা মাহাতাব কলোনির আ. রাজ্জাকের ছেলে সোহেল রানা (৪০)।

কিশোর রায় জানান, রোববার (১২ জুন) রাত ৩টার দিকে র‍্যাব-১২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের পূর্বটেংরী জিগাতলার জাহিদ হোসেনের তিন তলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল, একটি বড় ছুরি, তিনটি, হাসুয়া, একটি বড় তলোয়ার, একটি চাপাতি, একটি মোবাইল, একটি সিম জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বাংলাননিউজকে জানান, রোববার (১২ জুন) রাতে র‍্যাব-১২ আসামিদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে। মামলা নথিভুক্ত করে সোমবার (১৩ জুন) আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হবে। আটকদের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১২ টি মামলা আদালতে বিচারাধীন আছে।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।