ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ড্রেন দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ২২, ২০২২
ময়মনসিংহে ড্রেন দখল করে ভবন নির্মাণের অভিযোগ

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মাদারগঞ্জ কলোনি এলাকায় ড্রেন দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

   

এ নিয়ে ভুক্তভোগী এলাকাবাসীর একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।  

এ সময় তিনি অভিযোগের সত্যতা পেয়ে ড্রেনের স্থানটি দখল মুক্ত করতে ভবনের দেয়াল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, দখলকারীদের সঙ্গে কথা বললে তারা ভুল স্বীকার করে দেয়াল ভেঙে ড্রেনের রাস্তা খালি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান অবস্থান বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান তিনি।  

ভুক্তভোগী এলাকাবাসী জানান, ২০২০ সালের শেষের দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মাদারগঞ্জ কলোনির ন্যাপ ভবন সংলগ্ন ড্রেনের জায়গা দখল করে একটি ভবন নির্মাণ শুরু করেন স্থানীয় একটি বহুতল ভবনের প্রভাবশালী মালিকগণ। এতে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আপত্তি জানান তারা। কিন্তু ওই প্রভাবশালী মহল জোরপূর্বক ড্রেনের জায়গা দখল করে ভবন নির্মাণ শুরু করেন।   
 
পরে ওই বছরের ২২ ডিসেম্বর সিটি করপোরেশনে লিখিত অভিযোগ করে জনস্বার্থে বেদখল হয়ে যাওয়া ড্রেনটি দখলমুক্ত করে এলাকাবাসীর চলাচলের সুযোগ করে দেওয়ার দাবি জানানো হয়।  

এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. নিয়াজ মুর্শেদ বলেন, ড্রেনের স্থানটি দখলমুক্ত করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। শুনেছি দেয়াল ভাঙা শুরু হয়েছে। তবে সর্বশেষ অবস্থা খোঁজ নিয়ে দেখা হবে।   

তিনি আরও বলেন, নগর পিতা মো. ইকরামুল টিটুর নির্দেশে নগরীর অবৈধ দখল অপসারণে নিয়মিত অভিযান চলছে। আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।    

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।