ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২২, ২০২২
মিরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষ নিহত ১

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে ঢাকামুখী লেনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত হেলপার হলেন মো. মোরছালিন (১৯)। তিনি লক্ষ্মীপুর জেলা সদরের আন্দারমানিক এলাকার শামসুল আলমের ছেলে।  

আহত ট্রাকের চালক শাহ আলম (৪০)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাঞ্চনগর গ্রামের সুজা মিয়ার ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।  

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় লেভেল ক্রসিয়ের গেটম্যান মো. আনোয়ার হোসেন তার রুমে ঘুমাচ্ছিলেন। এজন্য দুর্ঘটনা ঘটেছে।

চিনকীআস্তানা রেলস্টেশন মাস্টার মো. সিরাজুল হক বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২১ জুন) দিনগত রাতে বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় মহানগর তূর্ণা নিশিতা এক্সপ্রেসের সঙ্গে একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। শুনেছি লেভেল ক্রসিয়ের গেটম্যান ঘুমিয়ে ছিলেন। দুর্ঘটনার জন্য গেটম্যান দায়ী কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, বুধবার রাত দেড়টায় বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী লাইনে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা এক্সপ্রেসের সঙ্গে করেরহাট থেকে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হেলপার মোরছালিনের মৃত্যু হয় হয়।

এছাড়া চালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা অভিযোগ করেছেন ট্রেন চলাচলের সময় লেভেল ক্রসিয়ের গেট না ফেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমিয়ে ছিলেন। ফলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ২২, ২০২২
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।