ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ২২, ২০২২
রাজবাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেলসহ মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখকে (৩৫) গ্রেফতার করেছে।  

শামিম পাবনা জেলার আমিনপুর থানার মিরপুর গ্রামের বাসিন্দা।

বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া মাতাইল্লা পাড়ায় বসবাস করে।  

বুধবার বেলা ১২টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন জানান, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ডিবির এসআই নিজাম উদ্দিন মোল্যা, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ২টার সময় অভিযান পরিচালনা করে।  

অভিযানে রাজবাড়ী সদর থানার চরলক্ষীপুর গ্রামের পারভেজের মুদি দোকানের পাশে পাকা রাস্তার ওপর থেকে মো. দুল্লা শেখ ওরফে শামিম শেখকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি পুরাতন লাল রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করে।  

এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় বুধবার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার শামিম একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে পাবনা, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।  

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান সাইদুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি প্রাণ বন্ধু চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।