ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুর সমান ব্যানার বানালেন জাজিরা উপজেলা চেয়ারম্যান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০২২
পদ্মা সেতুর সমান ব্যানার বানালেন জাজিরা উপজেলা চেয়ারম্যান 

শরীয়তপুর: স্বপ্নের পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। আর এ দৈর্ঘ্যের সমান একটি ব্যানার তৈরি করেছেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোবারক আলী সিকদার।

 

মঙ্গলবার (২৮ জুন) পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক সংলগ্ন নাওডোবা-জাজিরা সড়কে ব্যানারটি প্রদর্শন করা হয়েছে।  

জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার বলেন, পদ্মা সেতুর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নটি আজ বাস্তব হয়েছে বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়চেতা মনোভাবের কারণে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারপ্রাইজ দেব। ব্যানারটি বানাতে আমার অনেক অর্থ ব্যয় হয়েছে। আমি ব্যানারের মাধ্যমে বোঝাতে চেয়েছি, নেত্রী আপনি পদ্মা সেতুর জন্য অনেক কষ্ট করেছেন। পদ্মা সেতু বাঙালির মাথাকে বিশ্বের দরবারে উঁচু করে দিয়েছে। বাঙালিরা সব পারে।  

তিনি আরও বলেন, আজ পদ্মা সেতুর জাজিরা প্রান্তের মূল সড়কে প্রদর্শন করেছি এ ব্যানারটি। এ পথ দিয়ে যারা যাবে, তারা এটি দেখতে পাবে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।