ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে হত্যা, অভিযুক্ত মানিকগঞ্জে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে হত্যা, অভিযুক্ত মানিকগঞ্জে গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মৎস্য আড়তের পেছনে পুলিশ সোর্স আশরাফুর রহমান মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানার পুলিশ।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম।

তিনি বলেন, সোমবার (১১ জুলাই) মৎস্য আড়তের পেছনে যাত্রাবাড়ী থানার পুলিশ সোর্স আশরাফুরের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্যামল নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মাজারুল ইসলাম বলেন, এরপর পালিয়ে যাওয়া শ্যামলকে গ্রেফতার করতে পুলিশ মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান প্রথমে নিশ্চিত করা হয়। পরে মানিকগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।  যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সঙ্গে ছিলেন অপর উপ-পরিদর্শক (এসআই) চঞ্চল।  

ওসি আরও বলেন, মানিকগঞ্জ থেকে শ্যামলকে ঢাকায় আনা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এজেডএস/জেডএ

আগের নিউজটি- যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।