ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুদকের মামলায় ওসি গোলাম সারোয়ারের জামিন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
দুদকের মামলায় ওসি গোলাম সারোয়ারের জামিন বাতিল ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার

ময়মনসিংহ : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারের জামিন বাতিল করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে ময়মনসিংহ সিনিয়র স্পেশাল জজ মো. হেলাল উদ্দিন তার জামিন আদেশ বাতিল করেন।

আদালতে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ দুদক তদন্ত ১২/২২ নম্বর মামলার জামিন আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) সঞ্জীব সরকার জামিন আবেদন বাতিল করার দাবি করেন।

এ সময় বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ওসি গোলাম সারোয়ারের জামিন বাতিল করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পিপি সঞ্জীব সরকার।

তিনি জানান, সাবেক ওসি গোলাম সারোয়ারের বিরুদ্ধে দুদক চারটি মামলা দায়ের করা হয়। চার মামলার তিনটিতে তিনি কারাগারে আছেন। অন্য একটি মামলায় গত জুনে তিনি জামিন পেয়েছিলেন। সেই মামলায় তার জামিন বাতিল করেন আদালত।

মামলা সূত্র জানায়, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সাল থেকে ওসি সারোয়ার ও তার তিন ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে তাদের দেওয়া সম্পদের বিবরণীতে গড়মিল পাওয়া যায়।

জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ৪৫ হাজার ৩৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ বিশেষ আদালতে মামলা করে দুদক।

গোলাম সারোয়ার দায়িত্বে থাকার সময় মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। তার ছেলে মঞ্জুরুল হক মামুন একজন সিভিল ইঞ্জিনিয়ার। বাবার ক্ষমতার অপব্যবহার করে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি ২৯ লাখ দুই হাজার ৯২৬ টাকা আয় করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

মেজ ছেলে নাজমুল হক মারুফ ঢাকার সাভারে অবস্থিত জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক। বাবা-ছেলে যোগসাজশে অবৈধ সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধেও মামলা করা হয়।

বড় ছেলে এনামুল হক মাসুম জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ লাখ ৮৬ হাজার ৪৬৭ টাকার সম্পদ অর্জন করায় তার নামে মামলা করে দুদক।

বাংলাদেশ সময় : ২০৫৫ ঘণ্টা, ১৪ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।