ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে হত্যা-অগ্নিসংযোগের মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ১২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
সিলেটে হত্যা-অগ্নিসংযোগের মাস্টারমাইন্ডসহ গ্রেফতার ১২

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে হত্যাকাণ্ডের বিরোধে আব্দুল কাদির নামের এক ব্যক্তিকে খুনের পর ঘরে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় মাস্টারমাইন্ড কাজি কামালসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

  

শুক্রবার (১৫ জুলাই) রাতে গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা আব্দুল কাদিরকে গলা কেটে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর সন্ত্রাসীরা নিহতের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিহত কাদির দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।
 
ঘটনাটি জানতে পেরে সিলেটের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা দেন।
 
ঘটনার পর থেকে সাড়াশি অভিযান চালিয়ে এ যাবত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট থানার লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজা ছেলে লুৎফুর, আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন, আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ, আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মো. লুৎফর রহমান ১২ জনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, নৃশংস এ ঘটনার পর দ্রুততার সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে। ঘটনায় জড়িত মাস্টারমাইন্ড কাজী কামালসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ, বিগত ৪ বছর আগে গ্রামে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কাদির ছিলেন ওই হত্যার চার্জশীটভুক্ত মাস্টারমাইন্ড আসামি। শুক্রবার(১৫ জুলাই) দিনগত রাতে পূর্বের হত্যাকাণ্ডের বিরোধের জের ধরে স্থানীয় দক্ষিণ লাবু গ্রামে আব্দুল কাদির নামের এক ব্যক্তিকে খুন করে প্রতিপক্ষ। হত্যার পর আব্দুল কাদিরের বসতঘরেও আগুনে পুড়িয়ে তছনছ করে দেয় তারা।
 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, কাদির ছিলেন আগের হত্যাকাণ্ডের মূল হোতা। আগের হত্যার ঘটনায় জড়িতদের মামলার খরচ বহন করতেন কাদির। কিছুদিন ধরে তিনি মামলার খরচাপাতি না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। এরমধ্যে লাবু গ্রামের হাজি কামালের পক্ষের লোকজন ক্ষুব্ধ রাতে বাড়িতে হামলা চালিয়ে কাদিরকে জবাই করে হত্যার পর কুপিয়েছে। পরে তারা আগুন লাগিয়ে বসতঘর ভস্মিভূত করে দেয়।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ