ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এসি-বাতি ছাড়া বিদ্যুৎ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসি-বাতি ছাড়া বিদ্যুৎ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা: শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং কোনো বাতির ব্যাবহার ছাড়াই বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।  
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে একাদশ জাতীয় সংসদের ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির স্থগিতকৃত ২৮তম বৈঠক  অনুষ্ঠিত হয়।

বৈঠকে এসি ও বাতি ব্যাবহার না করার তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।

তিনি তাঁর ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাসে বলেন, আজকের সভায় জ্বালানি সাশ্রয় পদক্ষেপ হিসেবে ক্যাবিনেট কক্ষে কোনো বাতি এবং শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।

বৈঠকে প্রধান বিদ্যুৎ পরিদর্শক (সিইআই) দফতরের কার্যক্রম ও দেশের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা; দেশের বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসমূহের বিপরীতে গৃহীত বৈদেশিক ঋণ পরিশোধের পরিকল্পনা সম্পর্কে আলোচনা এবং ক্যাপাসিটি চার্জ প্রদান সম্পর্কিত তথ্য তালিকা আকারে কমিটিতে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমইউএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।