ঢাকা, রবিবার, ৭ আশ্বিন ১৪৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে সোনাহাট সেতু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ৫ দিন বন্ধ থাকবে সোনাহাট সেতু

কুড়িগ্রাম: যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় কুড়িগ্রামের সোনাহাট সেতু মেরামতের জন্য পাঁচ দিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ থেকে ২৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাঁচ দিন সোনাহাট সেতু মেরামত ও সংস্কার কাজ চলার সময় ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে স্থলবন্দরগামী সব পরিবহনসহ পণ্যবাহী ট্রাক ও যান চলাচল বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবাহক ঐতিহাসিক ও প্রাচীন ব্রিটিশ আমলে বাংলা-আসাম রেলপথ নির্মাণের সময় ৬০০ মিটার দৈর্ঘের সোনাহাট রেলওয়ে সেতুটি নির্মাণ করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সেতুটির তিনটি গার্ডার ভেঙে দেওয়া হলে যুদ্ধের পর এখান থেকে দুটি গার্ডার খুলে নিয়ে তিস্তা রেলওয়ে সেতুতে স্থাপন করে কর্তৃপক্ষ। পরে ভাঙা ও খুলে নেওয়া অংশে স্টিলের ব্রিজ স্থাপন করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়। এরপর ২০১৮ সাল থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম পুরোদমে শুরু হলে এই সেতুর ওপর দিয়ে পণ্যবাহী যানবাহন চলাচল আরও বেড়ে যায়। বিধি নিষেধ উপেক্ষা করে এই ব্রিজ দিয়ে অধিক পরিমাণ লোডের পাথর ও কয়লা বোঝাইসহ বিভিন্ন পণ্যবাহী যান চলাচল করলে সোনাহাট সেতুটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পাটাতনের স্টিল ও লোহার পাত খসে পড়ছে এবং একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোনাহাট রেলসেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর পাটাতন মেরামত ও সংস্কার করা হচ্ছে। পাশাপাশি এই রেলসেতুর পাশে প্রায় ২৩২ কোটি টাকা ব্যয়ে ৬৫৪ মিটার দৈর্ঘ্যের সড়ক সেতুর নির্মাণ কাজও চলমান রয়েছে। আগামী ২০২৪ সালে সড়ক সেতুর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।