ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

অপহরণের শিকার স্কুলছাত্রীকে পাওয়া গেল ৪ মাস পর, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
অপহরণের শিকার স্কুলছাত্রীকে পাওয়া গেল ৪ মাস পর, গ্রেফতার ১

সাভার (ঢাকা): কক্সবাজারে অপহরণের শিকার স্কুলছাত্রী প্রায় চার মাস পর সাভার থেকে উদ্ধার হয়েছে। এ ঘটনায় রুবায়েত হোসেন নিশান (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

এর আগে, সকালে সাভারের বাজার বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার রুবায়েত কক্সবাজার জেলার চকরিয়া থানার সুরাজপুর এলাকার নূর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ রুবায়েত কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে সাভারে এসে আত্মগোপন করেন। পরে প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান নিশ্চিত হলে পুলিশ অভিযান চালায়। এ সময় ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণের মূলহোতা রুবায়েতকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, অপহরণের ঘটনায় চকরিয়ায় একটি মামলা হয়েছে। অপহৃত ছাত্রীর মা জাহানারা পারভীন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

তিনি আরও বলেন, চকরিয়া থানা পুলিশ ভুক্তভোগী ও আসামিকে সাভার থানা থেকে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ২৫ জুলাই, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।