ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ২০০ ইয়াবাসহ মো. মওলা সরদার ওরফে মাওলা নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হাসান আরাফাত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোহাম্মদপুর থানার বসিলা ব্রিজ সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের মধুময় মিষ্টান্ন ভাণ্ডারের সামনে অভিযান চালানো হয়। এ সময় চার হাজার ২০০ ইয়াবাসহ মাওলাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হাসান আরাফাত জানান, গ্রেফতার মাওলা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা কৌশলে ঢাকায় নিয়ে আসেন। পরে এগুলো তিনি ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। মাদক পাচার ও বিক্রির কাজে তার বেশ কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার আসামির নামে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।