ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হাওলাদার (৪৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।

তিনি চরমোইর ইউপির ডিঙ্গামানিক গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন কামাল। দেশে ফিরে ডিঙ্গামানিক গ্রামে ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। দুপুরে পাম্প দিয়ে নির্মিতব্য ঘরের দেওয়ালে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুস্পৃষ্ট হন কামাল। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, তার মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।