ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভারত সফরকালে ২০০ জনকে মুজিব স্কলারশিপ দেবেন প্রধানমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২
ভারত সফরকালে ২০০ জনকে মুজিব স্কলারশিপ দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ২০০ জন ভারতীয়কে মুজিব স্কলারশিপ দেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ ও গুরুতর আহত ভারতীয় সশস্ত্র বাহিনীর ২০০ জন সদস্যের উত্তরাধিকারীদের জন্য মুজিব স্কলারশিপ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে এক অনুষ্ঠানের মাধ্যমে মুজিব স্কলারশিপ দেবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে রাষ্ট্রীয় সফর করবেন।

বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২২

টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।