ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের কাছ থেকে ভাইকে ছিনিয়ে নিলেন ইউপি চেয়ারম্যান

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
পুলিশের কাছ থেকে ভাইকে ছিনিয়ে নিলেন ইউপি চেয়ারম্যান আকরাম।

কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে পুলিশের কাছ থেকে আসামি ছোট ভাই আকরাম হোসেনকে (৩২) ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জাকিরের বিরুদ্ধে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শেখ জাকির বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৪ সেপ্টেম্বর বাঙ্গরা বাজারের অগ্রণী ব্যাংকের সামনে থেকে চেয়ারম্যানের ছোট ভাই আকরাম হোসেন দৌলতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে ফুয়াদ আল সাইদের কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ফুয়াদ থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার তদন্ত শেষে থানায় নিয়মিত মামলা হয় গত বৃহস্পতিবার বিকেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আকরাম হোসেনকে গ্রেফতার করতে বের হয়ে বাজারে তাকে পেয়ে যায় পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পথে লোকজন নিয়ে পুলিশের কাছে ওয়ারেন্টের কপি দেখতে চান চেয়ারম্যান জাকির হোসেন। পুলিশের সঙ্গে বাদানুবাদের একপর্যায়ে হাতাহাতি করে ভাইকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন চেয়ারম্যান শেখ জাকির।  

অভিযুক্ত চেয়ারম্যান শেখ জাকিরের মোবাইলে কল করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছোট ভাই আকরামকে পুলিশ গ্রেফতার করে নেওয়ার সময় ওয়ারেন্টের কপি দেখতে চাই। এসময় এক কনস্টেবল আমার বুকে লাথি মারলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এরপর উপস্থিত লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। এর পরের ঘটনা আমি আর বলতে পারছি না।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, চেয়ারম্যান শেখ জাকির সাহেবের ছোট ভাই আকরামের বিরুদ্ধে মামলা ছিল। এসআই রনি চৌধুরী তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ছিনিয়ে নেয়। আমরা ফোর্স সংখ্যা বাড়িয়ে তাকে গ্রেফতারের চেষ্টায় আছি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।