ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সকাল থেকেই তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
রাজধানীতে সকাল থেকেই তীব্র যানজট ছবি: রাজিন চৌধুরী

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। সকাল থেকে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা।

সড়কে অফিসগামীদের চলাচল বেড়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেড়েছে শিক্ষার্থীদের চলাচল।

নগরীতে গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলও বেড়েছে। এদিকে সড়কে বিভিন্ন পয়েন্টে যাত্রী তোলার জন্য গণপরিবহনগুলো সড়কের অনেকটা  জায়গা জুড়ে দাঁড়িয়ে যাচ্ছে। যাত্রী-পথচারীদের তাড়া বেড়েছে। সব মিলিয়ে রাজধানীর সড়কগুলোতে আজ তীব্র যানজট।  

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঘুরে সড়কগুলো এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর প্রবেশদার আব্দুল্লাহপুর মোড়ে রয়েছে গণপরিবহণের তীব্র চাপ। এই মোড়ে সারি সারি বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেই সঙ্গে আব্দুল্লাপুর মোড়ের শেষ প্রান্তে সড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দূরপাল্লার গণপরিবহনগুলোকে।  
এদিকে মোড়টিতে বাস ট্রাক ইউটার্ন নিচ্ছে। তিনমুখী এই সংযোগ স্থানে যাত্রী পথচারী ও সব ধরণের পরিবহনের চাপ অনেক বেশি। যে কারণে গাজীপুরের স্টেশন রোড থেকে টঙ্গী হয়ে আব্দুল্লাহপুর মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
অপরদিকে, রাজধানীর হাউজবিল্ডিং, আজমপুর, জসিমউদ্দীন মোড় হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কে রয়েছে যানজট। খিলক্ষেত থেকে কুড়িল, নতুনবাজার, বাড্ডা হয়ে রামপুরা-মালিবাগ, খিলক্ষেত থেকে রেডিসনের সামনে দিয়ে বনানী-কাকলী, মহাখালী হয়ে সাতরাস্তা, মগবাজার হয়ে রমনা, গুলশান-১ ও ২ নম্বর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও যানবাহন ও পথচারীর চাপ রয়েছে।

রাশেদ রাব্বি নামে এক পধচারী বাংলানিউজকে বলেন, যানজট প্রতিদিনের সমস্যা। রাজধানীতে থাকতে হলে যানজটকে সঙ্গে নিয়েই থাকতে হবে। কারণ যে পরিমাণে গাড়ি সড়কে বেড়েছে তার যাত্রীদের তুলনায় অনেক বেশি এবং এসব গাড়ি একসঙ্গে চলাচলে পর্যাপ্ত সড়ক নেই। যেটুকু আছে সেখানেও সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে বছরের পর বছর।

তিনি বলেন, এখনও রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে।

পুলিশের ট্রাফিক সদস্যরা বলছে, যানবাহন চালকেরা সঠিক নিয়ম মেনে চলাচল করে না। এতে সড়কে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়৷

তাছাড়া সড়কে চলাচলে যাত্রী-পথচারী ও যানবাহনের চালক কেউই আইন মেনে চলে না। তাই যানজট সমস্যা কমছে না।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসজেএ/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।