ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
চাঁদপুরে হাজার লিটার চোরাই ডিজেল জব্দ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দশানি লঞ্চঘাট এলাকা থেকে এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত দেড়টার দিকে চাঁদপুর কোস্টগার্ডের একটি দল দশানি লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনার করে। অভিযানে ওই এলাকা থেকে পাঁচটি ব্যারেলের এক হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।  

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ডিজেল পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।