ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাড়ে ৫ হাজার লিটার ডিজেলসহ ট্রলার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
সাড়ে ৫ হাজার লিটার ডিজেলসহ ট্রলার জব্দ

বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল ও এক হাজার মিটার মুরিং রোপসহ (জাহাজ বাঁধার মোটা রশি) একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে এসব চোরাই মালপত্রসহ ট্রলারটি জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল ও এক হাজার মিটার দৈর্ঘ্যের একটি মুরিং রোপ পাওয়া যায়। জব্দ করা ডিজেল ও মুরিং রোপ পরে মোংলা থানায় হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।