ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় ৯ কোটি টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
ভোলায় ৯ কোটি টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে

ভোলা: ভোলায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৫০ হাজার মিটার তৈরি, ব্যবহার, ক্রয়-বিক্রি নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করেছে কোস্টগার্ডের সদস্যা।

শনিবার (১৬ সেপ্টম্বর) সন্ধ্যার দিকে পৌর ৫ নম্বর ওয়ার্ডের এলাকার একটি কুরিয়ার সার্ভিস থেকে এসব জাল জব্দ করা হয়।

জেলায় এটিই প্রথম এতো বড় কোনো অবৈধ জালের চালান জব্দ। তবে জালের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।  

গোস্টগার্ডে মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম জেলা শহরের তিনখাম্বা এলাকায় অভিযান চালায়। এ সময় ওই অফিসে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ২৭ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।