ঢাকা: ঢাকার মানিকগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ২ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- আলামিন ওরফে অভি খান (৩০) ও হৃদয় আহমেদ (২৬)।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) ডিআইজি মোজাম্মেল হক জানান, বেশকয়েকদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। সরকারি-বেসরকারি অফিস, মার্কেট থেকে কৌশলে মোটরসাইকেল চুরি করছে চক্রটি। এ অবস্থায় চক্রটিকে ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এক পর্যায়ে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মানিকগঞ্জ সদর এলাকা থেকে একটি মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিনটি মোটরসাইকেলসহ আরেকজনকে আটক করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটক আলামিন এ চোরচক্রের মূলহোতা। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো। এছাড়া আলামিন ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
পিএম/এনএইচআর