ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ২০ লাখ টাকা লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ২০ লাখ টাকা লুট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূল হোতাসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

গ্রেফতাররা হলেন- গোলাম মোস্তফা শাহীন ওরফে শাহীন পুলিশ, মো. শাহাদৎ হোসেন, সাইদ মনির আল মাহমুদ, মো. রুবেল ইসলাম ও মো. জাকির হোসেন।

বুধবার (২১ সেপ্টেম্বর ) রাজধানীর উত্তরা, কলাবাগান ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাডো জিপগাড়ি, ছিনতাই করা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, ১টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাপ, ২টি কালো রংয়ের কটি, ১টি স্টিলের লাঠি, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১টি পিস্তল সাদৃশ্য স্পার্কার ও ১টি র‌্যাত জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর নিউমার্কেটের একজন স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজার থেকে ২০ লাখ টাকা নিয়ে পাঠাও মোটরসাইকেলে করে নিউমার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে দুই ডাকাত মোটরসাইকেলে করে ব্যবসায়ীকে অনুসরন করে। ভিকটিম বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের মূল প্রবেশ গেটের সামনে আসামাত্র ডাকাতরা জিপগাড়ি দিয়ে ভিকটিমের মোটরসাইকেল বেরিকেড দেয়।

গাড়ির ভেতর থেকে ৩ ডাকাত নেমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মোটরসাইকেল থেকে ভিকটিমকে জাপটে ধরে গাড়িতে তুলে নেয়। গাড়ির ভেতরে ভিকটিমকে গামছা দিয়ে চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে চোখে মুখে আঘাত করে। এ সময় ডাকাতরা ভিকটিমের কাছে থাকা নগদ ২০ লাখ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।

পরবর্তীতে ডাকাতরা ভিকটিমের হাত, পা, চোখ বাধা অবস্থায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুরে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

ডিবি প্রধান বলেন, মামলাটি তদন্তের ধারাবাহিকতায় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি-ছিনতাই করতো। ডাকাতি করাই তাদের পেশা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
পিএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।