ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরের হাতের আমড়া কাটার ছুরি ঢুকে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
কিশোরের হাতের আমড়া কাটার ছুরি ঢুকে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে কিশোরের হাতে থাকা আমড়া কাটার ছুরি অসাবধানতাবশত গলায় ঢুকে রইচ উদ্দিন (৩০) নামের এক যুবককে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের চাপাইন এলাকার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত রইচ উদ্দিন চাপাইন এলাকার লোকমান হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চাপাইন ব্রিজের ঢালে রইচ উদ্দিনসহ কয়েকজন বসে ছিলেন। পাঁচ-ছয় জন কিশোর সেই পথ দিয়ে আমড়া খেতে খেতে যাচ্ছিল। এসময় অসাবধানতাবশত এক কিশোর পড়ে গেলে তার হাতে থাকা ছুরি রইচ উদ্দিনের গলায় লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মাহবুবুর রহমান তালুকদার বিকেলে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে জানতে পেরেছি অসাবধানতায় গলায় ছুড়ির আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।  
এসআই আরও বলেন, আমরা নিহতের মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। পরিবারের কোনো অভিযোগ এখনো পাইনি। তারা দাফনের প্রস্তুতি নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর ২০২২
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।