বেনাপোল (যশোর): বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার সহ দুই পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে ইমিগ্রেশন কাস্টমস (শুল্ক গোয়েন্দা) কর্তৃপক্ষ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন- মুন্সিগঞ্জ জেলোর আমজাদ হোসেন ঢালীর ছেলে জসীম ঢালী (৪২) ও একই এলাকার শাহ আলমের ছেলে সাগর (৪২)।
বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে দুই ব্যক্তি বিপুল পরিমাণ ইউএস ডলারসহ বাংলাদেশের ইমিগ্রেশনে প্রবেশ করেছে। এমন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানোর পাশাপাশি পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগেজ তল্লাশি বাড়ানো হয়। এসময় ইমিগ্রেশনের মধ্যে সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে লাগেজের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। এসময় তাদের আটক করে কাস্টমসের হেফাজতে নেওয়া হয়েছে।
বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার উপ পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, দুই পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়েছে পরে তাদের আটক করা হয়। জব্দকৃত ইউএস ডলারের বাংলাদেশি টাকায় আনুমানিক মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
আরএ