ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও থানার মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২ টি চাপাতি ও ২ টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতার চার জন হলেন- আব্দুর রব, মো. আরমান, সাইদুর রহমান ও মো. মিজানুর রহমান।

ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম জহিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে ডাকাতির জন্য সমবেত হয়েছিলেন বলে স্বীকার করেছে।

আটক ব্যক্তিদের নামে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।