ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এক ঘরেই তৈরি হতো ১০ কোম্পানির নারিকেল তেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এক ঘরেই তৈরি হতো ১০ কোম্পানির নারিকেল তেল!

বাগেরহাট: বাগেরহাটে ফুলঝুড়ি এন্টারপ্রাইজ নামের একটি নারিকেল তেলের কারখানার মালিক মো. নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে একই কারখানায় একই তেলে একাধিক কোম্পানির লেবেল লাগানোর অপরাধে এই জরিমানা করা হয়।

এসময় বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানাটি থেকে অন্তত দশটি নারিকেল তেল কোম্পানির লেবেল জব্দ করা হয়। লেবেলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই কারখানায় তেল উৎপাদন করে, একটি কক্ষে বিভিন্ন ব্রান্ডের দশটি কোম্পানির লেবেল লাগিয়ে বাজার জাত করা হতো।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিসিকের এক ব্যবসায়ী একই তেল আলাদা আলাদাভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছেন। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।