বরিশাল: বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বরিশাল নগরের সড়ক বাতি ও পানির পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনার দুইদিন পর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বরিশাল ক্লাবে বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ নিয়ে একটি ঘটনা ঘটেছে, তবে জনগণের স্বার্থে আমরা সবাই বসে একমত হয়েছি। এককথায় বৈঠকে সবকিছু নিয়েই সমাধান হয়েছে। মানুষ ভোগান্তি থেকে এর মাধ্যমে রক্ষা পেলো, এটাই মুখ্য বিষয়। যে কারণেই হোক সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে আমি তাই দ্বায়দায়িত্ব আমার ওপরেই পড়ে, সুতরাং কারো ওপরে অজুহাত দিয়ে লাভ নেই। এখন থেকে আমরা বিল বকেয়া রাখব না।
এরইমধ্যে সবজায়গায় বিদ্যুৎ সংযোগ লেগে গেছে। সড়কবাতির পাশাপাশি পানির পাম্প চালনা কার্যক্রমও স্বাভাবিক হয়ে গেছে বলে জানান তিনি।
এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, আসলে আমার মতে তেমন কোনো সমস্যা হয়নি। সিটি করপোরেশনের কিছু বকেয়া ছিলো। আর বিদ্যুৎ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ বিভাগেরও একটা প্রটোকল থাকে। সিটি মেয়র, ওজোপাডিকোর খুলনা এবং ঢাকার কর্মকর্তাগণের উপস্থিতিতে আলোচনার পরিপ্রেক্ষিতে সমাধান হয়ে গেছে। এখন সবকিছু স্বাভাবিক হয়েছে, আর কোনো সমস্যা থাকলো না।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এমএস