ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাংনীর গাঁড়াডোব গ্রামের কৃষক হাপু এখন দিশেহারা

৬ মাস আগে কলা ক্ষেত এবার বিনষ্ট করলো ২ বিঘা কপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
৬ মাস আগে কলা ক্ষেত এবার বিনষ্ট করলো ২ বিঘা কপি

মেহেরপুর: প্রান্তিক কৃষকের কলা ক্ষেত বিনষ্টের ৬ মাস পর এবার দুই বিঘা জমির বাঁধা কপি বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।

কলার সেই ক্ষতি পুষিয়ে নিতে ধার-দেনা করে করেছিলেন বাঁধা কপির চাষ।

সেটাও বিনষ্ট করলো দুর্বৃত্তরা। দেনা পরিশোধ করতে এবার দিশেহারা হয়ে পড়লেন গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের পুকুরপাড়া এলাকার বর্গা চাষী হাফিজুর রহমান।

গাঁড়াডোব পোড়াপাড়া মাঠে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় আগাছা নাশক বিষ প্রয়োগ করে কপি ক্ষেত নষ্ট করে। দুই বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগী কৃষক হাফিজুর রহমান।

কৃষক হাফিজুর রহমান হাপু জানান, মানুষের কাছ থেকে ধার-দেনা করে কপি চাষ করেছি। জমিতে কপি বাঁধা শুরু হয়েছে। আশা ছিল কপি বিক্রি করে ধার-দেনা পরিশোধ করব। আমার সেই আশা আজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে গিয়ে দেখা গেছে, আগাছা নাশক বিষে জমির সব কপি পুড়ে গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ধরণের কাজ করেছে বলে জানান ওই কৃষক।

এর ছয়মাস আগে তিনি ওই জমিতে কলার চাষ করেছিলেন। ওই সময়ও দুর্বৃত্তরা কলাক্ষেত কেটে বিনষ্ট করে। কারা এ ধরণের ক্ষতি করছে তা বুঝে উঠতে পারছেন না তিনি।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।