ঢাকা: রাজধানীর পল্লবীতে রাকিবুল হাসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী কিশোর গ্যাংয়ের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় পল্লবীর ১২ নম্বর পুরাতন থানা সংলগ্ন সি-ব্লকের ১০ নম্বর রোডে ঘটনাটি ঘটে।
রাকিবুল পল্লবীর ডঃ মুহম্মদ শহীদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় রাকিবুল সি-ব্লকের ১০ নম্বর রোড দিয়ে যাওয়ার সময় এলাকার চিহ্নিত কিশোর গ্যাং আল-আমিন ও রমজানের হামলার শিকার হন। হামলাকারীরা তার শরীরের পিছনের দিকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান, আল-আমিন ও রমজান পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য। তারা পল্লবীর ১২ নম্বর সি-ব্লকের ৬ নম্বর রোড থেকে ১১ নম্বর রোডের মাঝামাঝি (কাটা) অংশে সবসময় আড্ডা দেয়। বিশেষ করে রাতের বেলায় রাস্তার ওই অংশে তাদের অবস্থান থাকে। এরা প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও মারামারি করে। মাঝে মাঝে অস্ত্র হাতেও মহড়া দেয়।
রাকিবুলের মা রাবেয়া বাংলানিউজকে বলেন, ছেলেকে গাইড কেনার জন্য টাকা দিয়ে ছিলাম। সে দোকানে বই আনতে গিয়ে রাস্তায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। আল-আমিন ও রমজানের নের্তৃত্বে এ হামলা হয়েছে। হামলাকারীরা মোবাইল ও টাকা নিয়ে গেছে। আমার ছেলের অবস্থা বেশ সংকটাপন্ন। পা অবশ হয়ে গিয়েছে। ডাক্তার তাকে এম আর আই করতে দিয়েছে। ছেলের আগামীকালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এমএমআই/এনএটি