মৌলভীবাজার: শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগানের ড্রেন থেকে সুনাতন কন্দ (৬০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিনছড়ার পাশের বাগান মেকানী ছড়া চা বাগানের ড্রেন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সুনাতন মেকানী ছড়া ৫ নম্বর লাইনের মৃত সুরেন্দ কন্দের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সুনাতন শ্রীমঙ্গল থানা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্তবর্তী হরিনছড়া চা বাগান থেকে বাজার করে বৃহস্পতিবার রাতে দুর্গম এলাকা মেকানী ছড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। কিন্তু তিনি গভীর রাতে পর্যন্ত বাসায় না পৌঁছালে পরিবারের সদস্যরা খোঁজ কার শুরু করে। পরদিন সকালে চা বাগানের শ্রমিকরা কাজে আসলে মাকনিছড়ার রাস্তার পাশে কাঁচা ড্রেনের মধ্যে মাথা নিচে দিক দিয়ে মৃত এক ব্যক্তিকে দেখতে পান। পরে তারা রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।
এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করেন। এসময় মরদেহর প্যান্টের পকেট থেকে ৪ হাজার ৭৫০ টাকা ও পাশ থেকে বাজার থেকে ক্রয়কৃত মাছ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, গতকাল রাতে হরিনছড়া থেকে সাপ্তাহিক তলব ও পূজার বোনাস ৫ হাজার ৩০৪ টাকা তিনি পান এবং তিনি অতিরিক্ত মদ খাওয়ার কারনে মৃত্যু হতে পারে।
তবে আরেকটি সূত্রে জানা যায়, মেকানী ছড়ার এ সড়কটি চোরাকারবারিদের অবাধ আনাগোনা। চোরাকারবারিরা এ সড়ক ব্যবহার করে ভারত থেকে ইয়াবা,গাঁজা ও ফেনসিডিল আনয়ন করে। যেহেতু সুনাতন বাগানে পাহারা দেন সে কারণে চোরাকারবারিদের সঙ্গে কোন বিরোধের জের ধরে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটা স্বাভাবিক মৃত্যু। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলতে পারব এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বিবিবি/এনএইচআর