ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
সিলেটে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

সিলেট: সিলেটে ২৩৬ বোতলের ফেনসিডিলের চালানসহ একজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

উপজেলার চারখাই এলাকায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে চেকপোস্ট একটি মোটরসাইকেলে নিয়ে আসা এ মাদকের চালান জব্দ করে পুলিশ।

এসময় আকমল হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী মাদক বিক্রেতাকে আটক করা হয়।

আটক আকমল সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম (লম্বাবাড়ী) গ্রামের ফখর উদ্দিন ওরফে ফারুকের ছেলে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারখাই বাজারে চেকপোস্ট বসিয়ে মাদকের চালানসহ যুবককে আটক করা হয়।

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেনসিডিলের চালানসহ ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল আহমদ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।