ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ২ ভাইয়ের

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
জমি নিয়ে বিরোধে প্রাণ গেল ২ ভাইয়ের

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। এতে দুই ভাই নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের তোলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের নুর মিয়ার ছেলে হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল রাজু দাশ ও ধীরু দাশের মধ্যে। এ নিয়ে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় এলাকার ইউপি সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তার ওপর হামলা করেন রাজু দাশের লোকজন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, বর্তমানে পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।  

এ সময় ইউপি সদস্যের সঙ্গে থাকা হেলাল মিয়া ও কাজল মিয়া গুরুতর আহত হন। আহত হেলাল মিয়া ও কাজল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে জুবায়ের মিয়া (২৫), পংকি মিয়া (৬০), ইউপি সদস্য মো. লুৎফুর রহমান, ঝুনুর ও চেমাই দাস আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

ইউপি সদস্য মো. লুৎফুর রহমান বলেন, ধীরু দাশ ও রাজু দাশের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার জন্য আমি সালিশ করি। রাজু দাশের লোকজন জমি দখলে নিলে আমি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যাই। তখন রাজু দাশের লোকজন উত্তেজিত হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন নিহতসহ পাঁচজন আহত হয়েছেন। বর্তমান ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।