ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ৩ দোকান লুট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ৩ দোকান লুট!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে নৈশপ্রহরীকে বেঁধে রেখে কীটনাশকের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীদের দাবি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার প্রত্যন্ত তালম ইউনিয়নের গোন্তা বাজারে এ চুরির ঘটনা ঘটে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত দোকানের মালিক আলমাস আলী বাংলানিউজকে বলেন, শুক্রবার দিনগত রাতে নৈশপ্রহরী মিজান আলীকে মুখ চেপে ধরে চোখসহ হাত-পা বেঁধে ফেলে সংঘবদ্ধ চোরচক্র। সে সময় চক্রটি আমার আসিফ-আতিক ট্রেডার্স, আব্দুস সামাদের মায়ের দোয়া টেড্রাস ও অব্দুল্লাহ আল-মামুনের মামুন টেড্রাসের কীটনাশকের দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চুরির ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনাস্থলও পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।