ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক ঠুকেছে বিএনপি: কামরুল    

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক ঠুকেছে বিএনপি: কামরুল    

কেরানীগঞ্জ: সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম বলেছেন, দেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেখেছে। তারা তিন মাসের জন্য ক্ষমতায় এসে দুই বছর দেশের মানুষকে কষ্ট দিয়েছে।

তারা শুধু আওয়ামী লীগকে নয় সমস্ত পেশার মানুষকে নির্যাতন করেছিল। তত্ত্বাবধায়ক সরকারের কফিনে বিএনপিই শেষ পেরেক ঠুকে দিয়েছিল। তাই তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নই আসেনা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। স্বৈরাচার জিয়া ও এরশাদ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম বসিয়ে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করেছে।  তারা যখনই ক্ষমতায় এসেছে দেশে অরাজকতা সৃষ্টি করেছ। বিএনপি-জামাত দেশে আবার অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর -রশিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।